এখানে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (ICT) এর বিভিন্ন গূরূত্বপূর্ন টপিকগুলো অধ্যায়ভিত্তিক আলোচনা করা হয়েছে। যাতে করে শিক্ষার্থীরা খুব সহজে তাদের প্রয়োজনীয় বিষয়গুলো এখান থেকে খুজে বের করে পড়তে পারবে। এখানে প্রতিটি টপিক আলোচনার সাথে সাথে ওই টপিকের গূরূত্বপূর্ন কিছু নোট দেওয়া হয়েছে। যেই নোটগুলো ভালো করে পড়লে University ভর্তি পরীক্ষায় অনেক ভালো করা সম্ভব। এছারাও BCS সহ বিভিন্ন সরকারী চাকুরী পরীক্ষার প্রস্তুতি হিসেবেও এই নোটগুলো অনেক সহায়ক ভুমিকা পালন করবে। প্রতিটি অধ্যায় আলোচনা শেষে QUIZ TEST এর আয়োজন করা হয়েছে। এই কুইজটেষ্ট গুলো শিক্ষার্থীদেরকে MCQ এ ১০০% কমনের নিশ্চয়তা প্রদান করে।
Feel free to contact me, and I will be more than happy to answer all of your questions.