Computer Network ও বিভিন্ন প্রকার কম্পিউটার নেটওয়ার্কের ধারনা- HSC ICT

Date

Share With Your Friends

এই পেজে আলোচিত সকল গূরূত্বপূর্ন বিষয় সমূহঃ

কম্পিউটার নেটওয়ার্ক (Computer Network)

যখন কতগুলো কম্পিউটার কোনো মাধ্যম দ্বারা একে অপরের সাথে সংযুক্ত হয়ে তথ্যর আদান প্রদান ও রিসোর্স শেয়ার করতে পারে তখন সেটাকে কম্পিউটার নেটওয়ার্ক বলে।

কম্পিউটার নেটওয়ার্ক হচ্ছে এমন একটি ব্যবস্থা যাতে দুই বা ততোধিক কম্পিউটার একসাথে যুক্ত থাকে। কম্পিউটার নেটওয়ার্ক ব্যবহারকারীরা ফাইল, প্রিন্টার ও অন্যান্য রিসোর্স ভাগাভাগি করে ব্যবহার করতে পারেন, একে অপরের কাছে বার্তা পাঠাতে পারেন এবং এক কম্পিউটারে বসে অন্য কম্পিউটারে প্রোগ্রাম চালাতে পারেন। পৃথিবীর সবচেয়ে বড় কম্পিউটার নেটওয়ার্ক হলো ইন্টারনেট।

নেটওয়ার্কের নিয়ন্ত্রন অবকাঠামো ও সার্ভিস প্রদানের উপর ভিত্তি করে কম্পিউটার নেটওয়ার্ক সাধারনত তিন প্রকার হয়ে থাকে।

১) পিয়ার টু পিয়ার নেটওয়ার্ক      ২) ক্লায়েন্ট সার্ভার নেটওয়ার্ক     ৩) হাইব্রীড নেটওয়ার্ক

পিয়ার টু পিয়ার নেটওয়ার্ক(peer-to-peer)

পিয়ার টু পিয়ার নেটওয়ার্ক

পিয়ার টু পিয়ার নেটওয়ার্কে প্রতিটি পিসি বা ওয়ার্কস্টেশন গুলো পরস্পরের সাথে সংযুক্ত থাকে এবং রিসোর্স শেয়ারিং এর ক্ষেত্রে সমান ভুমিকা পালন করে । এই নেটওয়ার্কে প্রতিটি পিসি একই সাথে সার্ভার ও ওয়ার্কস্টেশন হিসেবে কাজ করে। এই ধরনের নেটওয়ার্কে কোন ডেডিকেটেড সার্ভার থাকে না।তাই পিয়ার টু পিয়ার নেটওয়ার্কে সব পিসি সমান গূরুত্বের । এখানে প্রতিটি পিসির ব্যবহারকারী নিজে ঠিক করে তার কোন কোন রিসোর্স সে নেটওয়ার্কে শেয়ার করবে আর কোনটি করবে না। প্রতিটি পিসি তার নিরাপত্তা বিধানে সে নিজে দায়ী থাকবে।

ক্লায়েন্ট সার্ভার নেটওয়ার্ক(Client Server Network)

ক্লায়েন্ট সার্ভার নেটওয়ার্ক

কেন্দ্রিয়ভাবে ডেটা স্টোর করা, নেটওয়ার্কের নিরাপত্তা নিশ্চিত করা, এবং নেটওয়ার্ক চালানোর একটি উপযুক্ত নেটওয়ার্ক হলো ক্লায়েন্ট-সার্ভার নেটওয়ার্ক। এ ধরনের নেটওয়ার্কে একটি কম্পিউটারে রিসোর্স থাকে, আর নেটওয়ার্কের অন্যান্য কম্পিউটার সেসব রিসোর্স ব্যবহার করে। যে কম্পিউটার রিসোর্স শেয়ার করে সেটি হচ্ছে সার্ভার, আর যেসব কম্পিউটার সেই রিসোর্স ব্যবহার করে তারা হচ্ছে ক্লায়েন্ট। নেটওয়ার্কের সমস্ত রিসোর্স সার্ভারে জমা থাকায় কেন্দ্র থেকে রিসোর্স ম্যানেজ করা যায়। সব ইউজার একই সার্ভারে লগ-ইন করে এবং সার্ভারের সিকিউরিটি পলিসিমেনে চলে বলে নিরাপত্তা নিশ্চিত হয়। ক্লায়েন্ট-সার্ভার নেটওয়ার্ককে সার্ভার বেজ নেটওয়ার্কও বলা হয়।

হাইব্রীড নেটওয়ার্ক

হাইব্রীড নেটওয়ার্ক

 

পিয়ার-টু-পিয়ার এবং ক্লায়েন্ট সার্ভার নেটওয়ার্কের সমন্বয়ে গঠিত নেটওয়ার্কই হল হাইব্রিড বা মিশ্র নেটওয়ার্ক।

 

প্রথম অধ্যায়ের জ্ঞানমূলক প্রশ্ন ও উত্তর
প্রথম অধ্যায়ের অনুধাবন মূলক প্রশ্ন ও উত্তর
২য় অধ্যায়ের জ্ঞানমূলক প্রশ্ন ও উত্তর
২য় অধ্যায়ের অনুধাবন মূলক প্রশ্ন ও উত্তর

 

আকার ও ভৌগলকি বৃস্তিতির ওপর ভিত্তি করে কম্পিউটার নেটওয়ার্ক ৪ (চার) প্রকার।

  1. Personal Area Network (PAN)
  2. Local Area Network (LAN)
  3. Metropolitan Area Network (MAN)
  4. Wide Area Network (WAN)

Personal Area Network (PAN)

কোন ব্যক্তির নিকটবর্তি বিভিন্ন ইনফরমেশন টেকনোলজির ডিভাইসের মধ্যে তথ্য আদান প্রদানের নেটওয়ার্ক সিস্টেমকে পার্সোনাল এরিয়া নেটওয়ার্ক বা PAN বলে। PAN এর ব্যপ্তি বা পরীসীমা সাধারণত ১০ মিটারের মধ্যে সীমাবদ্ধ। Laptop, PDA, Portable Printer, Mobile  ইত্যাদি PAN এ ব্যবহৃত ডিভাইসের উদাহরণ। বাড়ী, অফিস, গাড়ী, কিংবা জনগনের জন্য উন্মুক্ত যে কোন জায়গায় প্যান তৈরী করা যেতে পারে।

Local Area Network (LAN)

একাধিক ব্যক্তির কাজের সমন্বয় সাধন ও গতি বৃদ্ধির জন্য একই ভবনে বা কোন একটি নিদিষ্ট এলাকার বেশ কিছু কম্পিউটার গুলির মধ্যে যে নেটওয়ার্ক স্থাপন করা হয় তাকে লোকাল এরিয়া নেটওয়ার্ক বা ল্যান বলে। ল্যানের মূল উদ্দেশ্যে ডিভাইসগুলির মধ্যে তথ্য এবং রিসোর্স শেয়ার করা। ছোট-মাঝারি অফিসে ল্যান তৈরী করে প্রিন্টার, মডেম, স্ক্যানার ইত্যাদি ডিভাইসের জন্য সাশ্রয় করা যেতে পারে। ল্যানের ট্রান্সমিটিং মিডিয়া হিসাবে সাধারণত ইউটিপি ক্যাবল ব্যবহার করা হয় । তবে High Speed Data Transmission -এর জন্য ফাইবার অপটিকস্ ক্যাবল ব্যবহার করা যেতে পারে। ল্যানে সাধারণত 10 Mbps পর্যন্ত গতি পাওয়া যায়।

Metropolitan Area Network (MAN)

কোন বিভাগীয় শহর বা মেট্রোপলিটন এলাকার মধ্যে অবস্থিত একাধিক লোকাল এরিয়া নেটওয়ার্ক বা ল্যানের সমন্বয়ে গড়ে উঠে মেট্রোপলিটন এরিয়া নেটওয়ার্ক বা MAN। এধরনের নেটওয়ার্কের মাধ্যমে বেশ উচ্চগতির বিভিন্ন নেটওয়ার্ক তাদের তথ্য শেয়ার করতে পারে। ম্যান সাধারণত ৫০-৭০ মাইল বা ১০০ কি:মি: পর্যন্ত বিস্তৃত হতে পারে। ম্যানের ট্রান্সমিটিং মিডিয়া হিসাবে ক্যাবল এর পাশাপাশি মাইক্রোওয়েভ মিডিয়া ব্যবহৃত হতে পারে ।

Wide Area Network (WAN)

বিস্তৃত ভৌগলিক এলাকায় অবস্থিত একাধিক ল্যান বা ম্যানকে নিয়ে গড়ে উঠে ওয়াইড এরিয়া নেটওয়ার্ক বা WAN। বিস্তৃত এলাকা নিয়ে গড়ে ওঠে বলে ভিন্ন ভিন্ন ল্যান ও ম্যানকে সংযুক্ত করার জন্য  বিশেষ ডিভাইস ও টকেনলোজি ব্যবহার করা হয়। ওয়ানের ট্রান্সমিটিং মিডিয়া হিসাবে ব্যবহৃত হতে পারে Microwave, Satellite বা Optical Fiber Cable.

এই টপিকটির English Version পড়তে এখানে ক্লিক কর।

More
articles

Need Help?

I’m Here To Assist You

Feel free to contact me, and I will be more than happy to answer all of your questions.