ডেটা কমিউনিকেশন & ডেটা কমিউনিকেশন সিস্টেম &
মডেল (MODEL) ও তার উপাদান
ডেটা কমিউনিকেশন (Data Communication)
কমিউনিকেশন শব্দটি Communicare শব্দ হতে এসেছে যার অর্থ to share (আদান-প্রদান/ বিনিময়) । যন্ত্র বা বিভিন্ন কমিউনিকেশন ডিভাইস ব্যবহার করে পরস্পরের মধ্যে নির্ভরযোগ্যভাবে ডেটা বা তথ্যের আদান-প্রদান হচ্ছে ডেটা কমিউনিকেশন।
ডেটা কমিউনিকেশন সিস্টেম (Data Communication System)
সিস্টেম হচ্ছে এমন একটি সমন্বিত ব্যবস্থা যা কোনো উদ্দেশ্য বা লক্ষ্য অর্জনের জন্য উপাদানের সমন্বয়ে গঠিত হয়ে থাকে। তাহলে কমিউনিকেশন সিস্টেম বলতে পারস্পারিক যোগাযোগের লক্ষ্য অর্জনের জন্য কতগুলো উপাদানের সমন্বয়ে গঠিত কোনো সমন্বিত ব্যবস্থাকে বুঝব। আর এই যোগাযোগের জন্য ইলেকট্রনিক মাধ্যম যেমন- টেলিফোন লাইন, ফাইবার অপটিকস ক্যাবল, রেডিও ওয়েব, মাইক্রোওয়েব ইত্যাদি ব্যবহৃত হয়। সুতরাং যে পদ্ধতিতে আমরা উপাত্ত বা তথ্যকে এক স্থান থেকে অন্য স্থানে কিংবা এক ডিভাইস থেকে অন্য ডিভাইসে একটি নির্দিষ্ট চ্যানেলের মাধ্যমে স্থানান্তরিত করে এবং সেই তথ্য সংগ্রহ করে ব্যবহার করতে পারি তাকে কমিউনিকেশন সিস্টেম বলে।
কমিউনিকেশন মডেল (MODEL) ও তার উপাদানঃ
Source/ উৎসঃ যে ডিভাইস হতে ডেটাকে প্রেরণের উদ্দেশ্যে উৎপন্ন বা তৈরি করা হয়, তাকে উৎস বলে। যেমন টেলিফোন, কম্পিউটার, মাইক্রোফোন, কী-বোর্ড, ক্যামেরা ইত্যাদি।
Transmitter / Sender / প্রেরকঃ উৎস থেকে উৎপন্ন ডেটাকে গন্তব্যে পাঠানোর জন্য মাধ্যমের মধ্যে দিয়ে প্রেরণ করা হয়। কিন্তু উৎস থেকে প্রেরিত ডেটা সিগনাল মাধ্যম সরাসরি গ্রহন করতে পারে না। এর জন্য সিগনালকে মাধ্যমের উপযোগী ফর্মে পরিবর্তন করার প্রয়োজন হয়। আর এই কাজটি করে প্রেরক। প্রেরক সিস্টেমের উৎস থেকে ডেটা গ্রহন করে এটি মাধ্যম বা চ্যানেলের উপযোগী করে তোলে তারপর সেটি মাধ্যমের কাছে পাঠায় । যেমন- মডেম, রাউটার ইত্যাদি।
Communication Channel / Media/ মাধ্যমঃ যার মধ্য দিয়ে ডেটা উৎস হতে গন্তব্যে স্থানান্তরিত হয়, তাকে মাধ্যম বা চ্যানেল বা ট্রান্সমিশন সিস্টেম বলে। কমিউনিকেশন চ্যানেল বা মাধ্যম মূলত একটি একক ট্রান্সমিশন লাইন বা মিডিয়া, যেটি উৎস থেকে গন্তব্যে ডেটা স্থানান্তরের জন্য উৎস ও গন্তব্য কে সংযুক্ত করে। ডেটা কমিউনিকেশনে সাধারনত ২ ধরনের মাধ্যম ব্যবহার করা হয়। ১. Wire Media ২. Wireless Media
Receiver/ প্রাপকঃ মাধ্যমের মধ্য দিয়ে আগত ডেটা গন্তব্যে ডিভাইস সরাসরি গ্রহন করতে পারে না। কেননা মাধ্যমের মধ্য দিয়ে পরিবাহিত ডেটা মাধ্যমের উপযোগী ফরমেটে পরিবাহিত হয়। প্রাপক বা Receiver এই এনকোডেড ডেটাকে গ্রহণ করে গন্তব্যের ডিভাইসের উপযোগী ফর্মে পরিবর্তিত করে তা গন্তব্যের ডিভাইসে ডেলিভারি করে থাকে। যেমন- মডেম, রাউটার ইত্যাদি।
Destination/ গন্তব্যঃ কমিউনিকেশন সিস্টেমের অপর প্রান্তে থাকা ডিভাইস, যেটি প্রেরক সিস্টেম থেকে প্রেরিত ডেটা গ্রহণ করে। যেমন- টেলিফোন বা মোবাইল ফোন, কম্পিউটার, সার্ভার ইত্যাদি।