Definition Of Logic gate:
বুলিয়ান বীজগনিতের ব্যবহারিক প্রয়োগ বা গাণিতিক কাজ করার জন্য জন্য যে আধুনিক বর্তনীগুলো ব্যবহার করা হয় তাকে লজিক গেইট বলে।
অথবা
যে সমস্ত ডিজিটাল ইলেকট্রনিক সার্কিট এক বা একাধিক ইনপুট গ্রহণ করে একটি মাত্র আউটপুট প্রদান করে তাকে লজিক গেইট বলে।
অথবা
যে আধুনিক বর্তনী দ্বারা যুক্তিযুক্ত সংকেতের প্রবাহ নিয়ন্ত্রন করা হয় তাকে লজিক গেইট বলে।
৩য় অধ্যায়ের ১ম অংশ – জ্ঞানমূলক প্রশ্ন ও উত্তর
৩য় অধ্যায়ের ১ম অংশ- অনুধাবনমূলক প্রশ্ন ও উত্তর
৩য় অধ্যায়ের ২য় অংশ- জ্ঞানমূলক প্রশ্ন ও উত্তর
৩য় অধ্যায়ের ২য় অংশ – অনুধাবনমূলক প্রশ্ন ও উত্তর
Types of Logic Gate:
লজিক গেইট প্রধানত ২ প্রকার। যথা- ১) মৌলিক লজিক গেইট (Basic Logic Gate) ২) যৌগিক লজিক গেইট (Compound Logic Gate)
মৌলিক লজিক গেইট (Basic Logic Gate:
যে সকল গেইট বুলিয়ান অ্যালজেবরার মৌলিক অপারেশনগুলো এককভাবে সম্পাদন করতে পারে তাকে মৌলিক গেইট বলে। মৌলিক গেইট অন্য কোন গেইটের উপর নির্ভরশীল নয়। মৌলিক গেইট তিনটি। যথা-
- অর গেইট(OR Gate)
- এন্ড গেইট(AND Gate)
- নট গেইট(NOT Gate)
যৌগিক লজিক গেইট (Compound Logic Gate)
দুই বা ততোধিক মৌলিক গেইটের সাহায্যে যে গেইটগুলো তৈরি হয় তাকে যৌগিক গেইট বলে। যৌগিক গেইট মৌলিক গেইটের উপর নির্ভরশীল। যৌগিক গেইট চারটি। যথা-
- ন্যান্ড গেইট (NAND Gate)
- নর গেইট (NOR Gate)
- এক্স-অর গেইট (X-OR Gate)
- এক্স-নর গেইট (X-NOR Gate)
Note: ডিজিটাল ডিভাইস গুলোতে আরো এক ধরনের গেইট ব্যবহার করা হয় যাকে Buffer gate (বাফার গেইট) বলে। মূলত সিগনাকে এক বর্তনী থেকে আরেক বর্তনীতে পাঠানোর সময় সিগনালের শক্তি বৃদ্ধি করতে বাফার গেইট ব্যবহার করা হয়। NOT gate এর মত বাফার গেইটের ও একটি ইনপুট ও একটি আউটপুট থাকে। তবে Buffer gate এর ইনপুটে যে মান দেওয়া হয় আউটপুটেও সেই একই মান পাওয়া যায়। ২ টি NOT gate কে একসাথে পর পর সংযুক্ত করে Buffer gate তৈরি করা যায়।
Conversion of Number System:
Decimal to Binary, Octal, Hexa-Decimal,
Binary to Decimal, Octal to Decimal, Hexadecimal to Decimal
Binary to Octal, Hexadecimal / Octal to Binary, Hexadecimal / Hexadecimal to Binary, Octal