Exclusive Logic Gate(বিশেষ গেইট)
XOR Gate এবং X-NOR Gate কে Exclusive Logic Gate(বিশেষ গেইট) বলা হয়। সাধারনত বাইনারী যোগের বর্তনীতে (হাফ অ্যাডার/ ফুল অ্যাডার) এবং ২ টি বিটের অবস্থা তুলনা করার জন্য এই দুইটি গেইট ব্যবহার করা হয়। আধুনিক বর্তনীতে গেইটের সংখ্যা কমাতেও এই গেইটগুলো ব্যবহার করা হয়ে থাকে। এদের গূরূত অনেকটা মৌলিক গেইটের মতই। তাই এদের Exclusive Logic Gate (বিশেষ গেইট) বলা হয়।
XOR Gate
XOR Gate কে Exclusive Logic Gate(বিশেষ গেইট) বলা হয়। একে যৌগিক গেইট ও বলা হয়। কারন তিনটি মৌলিক গেইট OR, AND, NOT Gate এর সম্মনয়ে এই গেইট তৈরি করা হয়। XOR Gate গেইটে দুই বা ততোধিক ইনপুট থাকে। যে আধুনিক বর্তনীতে দুই বা ততোধিক ইনপুট দিয়ে একটি মাত্র আউটপুট পাওয়া যায় যেখানে বিজোড় সংখ্যক ১ ইনপুটের জন্য আউটপুট হয় ১ এবং অন্য সকল ক্ষেত্রে আউটপুট হয় ০ তাকে XOR Gate গেইট বলে। আধুনিক বর্তনীতে মূলত একিভূত বর্তনী আকারে এই গেইট ব্যবহার করা হয়।
X-NOR Gate
XOR Gate এর সাথে NOT Gate সংযুক্ত করে তৈরি X-NOR Gate করা হয়। XNOR Gate ও মূলত একটি যৌগিক গেইট। তিনটি মৌলিক গেইট OR, AND, NOT Gate এর সম্মনয়ে এই গেইট তৈরি করা হয়। XNOR Gate গেইটে দুই বা ততোধিক ইনপুট থাকে। যে আধুনিক বর্তনীতে দুই বা ততোধিক ইনপুট দিয়ে একটি মাত্র আউটপুট পাওয়া যায় যেখানে বিজোড় সংখ্যক ১ ইনপুটের জন্য আউটপুট হয় ০ এবং অন্য সকল ক্ষেত্রে আউটপুট হয় ১ তাকে XNOR গেইট বলে। XNOR গেইট XOR Gate এর বিপরীত কাজ করে।
এই অধ্যায়ের অনান্য টপিক পড়তে নিচের লিংক গুলোতে ক্লিক কর।